করোনা ভাইরাসে আশঙ্কিত বাউফল

করোনা  ভাইরাসে  আশঙ্কিত বাউফল

সাইফুল ইসলাম, বরিশাল.লাইভ:

করোনাভাইরাস সংক্রমন কারনে স্তব্ধ হয়ে পড়েছে বাউফল। ২১৭ জন প্রবাসীদেরকে চিহ্নিত করে হোম কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দেয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান কলেজ বন্ধের পাশাপাশি সভা সমাবেশ অনুষ্ঠান আগের মতো হচ্ছে না। একজন অপর জনের সাথে হ্যান্ডশপ, চোঁখে মুখে নজরে রেখে কথা বলা কমে গেছে। ঘরে বাইরে চলাচল পথে মাস্ক ব্যবহার করেছে। যেন  প্রত্যেকের চোঁখে মুখে আতঙ্কের ছাপ। এদিকে গ্রামাঞ্চলের চলেছে করোনাভাইরাস মোকাবেলা কার্যক্রম। করোনাভাইরাস দেশব্যাপী সচেতনতা প্রচারনা চলমান থাকলেও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বেড়ে গেছে। জানাগেছে,বিশ্ব ব্যাপী করোনাভাইরাস সংক্রান আক্রমন সম্ভাবনা নিয়ে জাতীয় পর্যায়ে সাচেতনতা মূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানাগেছে, ১মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত উপজেলায় বিভিন্ন ইউনিয়নে ২১৭ জন প্রবাসী এসেছেন। স্বাস্থ্য বিভাগের কর্মী, ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার,দফাদার ও গ্রাম পুলিশদেরকেও দায়িত্ব দেয়া হয়েছে। তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন।তালিকাভূক্ত ২১৭জন প্রবাসীকে চিহ্নিত করে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখার নির্দেশনা রয়েছে
এর মধ্যে রয়েছে, কাছিপাড়া-২২,কালিশুরী-৩৩,ধূলিয়া-৪,কেশবপুর-১৩, সূর্যমনী-১১,কনকদিয়া-৫,বগা-১৮,মদনপুরা-১৩,নাজিরপুর-৯,কালাইয়া-১৪,দাসপাড়া-১০,বাউফল-১৮,আদাবাড়িয়া-৩২,নওমালা ৮,চন্দ্রদ্বীপ-১ এবং পৌরসভায়-৬ জন। এ ছাড়া করোনা প্রতিরোধ অধিকতর সতর্কতা অবলম্বনের জন্য লিপলেট বিতরন ও মাইকিং করা হচ্ছে। প্রবাসীদের চিহ্নিত করনের জন্য পৌরসভা সহ প্রতি ইউনিয়নে একজন করে অফিসারকে সার্বক্ষনিক খোজ খবর রাখার জন্য নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া স্বাস্থ্য বিভাগের কর্মী, ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার,দফাদার ও গ্রাম পুলিশদেরকেও দায়িত্ব দেয়া হয়েছে। তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন।
 গত তিন দিনের পর্যবেক্ষনে দেখা গেছে, উপজেলা পর্যায়ে বর্তমানে সরকারি অফিস খোলা থাকলেও ওইসব প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ রয়েছে। উপজেলা প্রশাসন এবং সরকার দলীয় আওয়ামীলীগ পক্ষ থেকে সাবেক চীফ হুইপ আ.স.ম ফিরোজ এমপি লিফলেট বিতরন করেন। অনেকে জনসচেতনতা কার্যক্রম ও নিদের্শনা উপেক্ষা করে বিশেষ করে ক্ষুদ্র ঋণ আদায়ে জন্য এনজিও মাঠকর্মী গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে। চলমান রয়েছে প্রাইভেট ও কোচিং সেন্টার। সাব  রেজিষ্ট্রি  অফিস জমি ক্রয় বিক্রয়  রেজিষ্ট্রেশন করার ভীর।  উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাউফল উপজেলা দেশের বাইরে থেকে ২৬১ জন প্রবাসীদের তালিকা রয়েছে। তারা বর্তমানে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। নিদের্শনা রয়েছে-  ওইসব প্রবাসীদেও হোম কোয়ারেন্টাইনে থাকার। এ দিকে চৈত্র মাস। দিনে গরম রাতে শীত পড়েছে। বৈরি আবহওয়ার কারনে শিশু বৃদ্ধ সর্দি কাশিতে ভুগছে। এ সব পরিবার মধ্যে করোনাভাইরাস সংত্রামন আক্রামনের আতঙ্ক রয়েছে। সর্দি কাশি দেখা দিলে নিজেকে গুটিয়ে নেয়ার চেষ্টা করেছে। আড়াল করেছে চিকিৎসকের নিকট থেকে
উপজেলার বাইরে ঢাকা বৃহত্তম মাধ্যম লঞ্চ। ঢাকা থেকে যাত্রীদের আগমন থাকলে এলাকায় থেকে যাচ্ছে না।  স্থানীয় বাইরে থেকে আশা সকলের প্রতি এবটি নজরে রাখা হয়েছে। করোনাভাইরাস সংক্রামন বিষয়টি নিয়মিত টিভি এবং সংবাদপত্রে নানা সংবাদ আসলে তাৎক্ষনিক খবর নিতে ফেইসবুকে দিবে বেশি জোর দিচ্ছে।
 এ দিকে স্বাস্থ্য অধিদপ্তর গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছ্ েকরোনাভাইরাস প্রতিরোধ বিদেশ ফেরত এবং তাদের  সংস্পর্শে আসা সকলকে কর্তৃপক্ষের নজরদারিতে ১৪ দিন পর্যন্ত কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক। এ ক্ষেত্রে আপনার অবস্থান স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য কর্তৃপক্ষের অবিলম্বে অবহিত করুন। কোয়ারেন্টাইনকৃত ব্যক্তি ১৪ দিন ঘরের বাইরে বের হবেন না এবং নিজ বাড়ির নির্ধারিত একটি কক্ষে অবস্থান করবেন। কোয়ারেন্টাইকৃত ব্যক্তির আতœীয় স্বজন বন্ধুবান্ধব উক্ত ব্যক্তির সংসপর্শে আসতে পারবেন না। জন সাধারন এ ব্যাপারে সহায়তা করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। কেউ আইন বা নিদের্শনা লংঘন করলে সংক্রামক রোগ (প্রতিরোধ নিয়ন্ত্রন ও নিমূল) আইন-২০১৮ অনুযায়ী তাদের জেল বা জরিমানা বা উভয় দন্ড হতে পারে। স্বাস্থ্যবিধি মেনে চলুন, জনসমাগম এড়িয়ে চলুন এবং যার যার অবস্থান থেকে করোনাভাইরাস মোকাবেলা জাতিকে সহায়তা করুন। স্বাস্থ্য সেবা  পেতে স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ অথবা ৩৩৩ নম্বরে ফোন করুন।